চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডীভিটা সার্বজনীন দুর্গা মন্দির বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ দুর্গাপূজা আয়োজনের কেন্দ্র। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় অবস্থিত এ মন্দিরে এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭১ প্রতিমার মহাপূজা, যা দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ আয়োজন হিসেবে বিশেষভাবে সমাদৃত।
গত বছর প্রথমবার ১০১ প্রতিমার পূজার মাধ্যমে ভক্তবৃন্দের অভূতপূর্ব সাড়া পাওয়া যায়, আর সেই অনুপ্রেরণায় এ বছর আয়োজন আরও জাঁকজমক ও সুসংগঠিতভাবে হচ্ছে। পূজা উপলক্ষে থাকবে ১০ দিনব্যাপী মহোৎসব ও আনন্দমেলা, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, বিস্তৃত পার্কিং, এবং ভক্তদের জন্য উন্নত সেবার আয়োজন।
চন্ডীভিটার এ মহাযজ্ঞ শুধু পূজার আচার নয়, বরং লক্ষাধিক ভক্তের মিলনমেলা, ভক্তি, সংস্কৃতি ও আনন্দের এক অসাধারণ উৎসব।
MBBS. MS. FRCS. FACS. FASCRS Colorectal Fellow (USA), Robotic Fellow (UK)
চরবানিয়ারী পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গাপূজা - চিতলমারী, বাগেরহাট।
Protima
Shop
Shop
যুগ্ম সচিব গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চরবানিয়ারী পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গাপূজা - চিতলমারী, বাগেরহাট।